বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদাতাঃ দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধে ১ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে পুলিশ নিহতের চাচাসহ ২জনকে গ্রেফতার করেছে।
বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের ২ একর জমি নিয়ে বিরোধের জের ধরে আজ বুধবার বেলা ১১টায় আব্দুর রফিকের পুত্র মোঃ আনিসের (৪০) লাশ রাক্ষসী নদীর ধারে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় আনিসকে বাড়ী থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে লাশ নদীর ধারে ফেলে রাখা হয়।
সূত্রটি জানায়, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চাচা রমজান আলী ও ৩ চাচাতো ভাই আব্দুর রহমান, কাদের গনি ও সাগরকে থানায় নিয়ে আসে।
পরে আব্দুর রহমান ও সাগরকে ছেড়ে দেয়া হয়। নিহত আনিসের ছোট ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে চাচা রমজান আলীসহ ৭ জনকে আসামী করে বোচাগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আজ বুধবার দুপুর ২টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে বিকেলে আনিসের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট