death পানিতে ডুবেরংপুরে ঘাঘট নদীতে পানিতে ডুবে ফাহিম (০৯) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর ১৬নং ওয়ার্ডে কেল্লাবন্দ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিম (০৯) নগরীর কালা বাশেরতল এলাকার রশিদুল ইসলামের ছেলে ও সিট কেল্লাবন্দ মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে কেল্লাবন্দস্থ মরা ঘাঘট নদীতে ফাহিম ও তার কয়েজন বন্ধু গোসল করতে গিয়ে ফাহিম পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর ফাহিমকে না পাওয়া গেলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীরা প্রায় ৩ ঘণ্টা পরে নদী থেকে ফাহিমকে উদ্ধার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দলনেতা শফিকুল ইসলাম জানান, দুপুরে ফাহিম তার বন্ধুদের সঙ্গে গোসল করতে যায়। এ সময় সে হঠাৎ পানিতে ডুবে যায়। বন্ধুরা ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে প্রায় ৩ ঘণ্টা পরে নদী থেকে উদ্ধার করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য