পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আরজিনা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকালে জেলার পঞ্চগড় সদর উপজেলার দারিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আরজিনা খাতুন ওই এলাকার ফাহিম হোসেনের স্ত্রী।
পরিবার থেকে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে মাছকে খাবার দিতে যান আরজিনা খাতুন। এর কিছুক্ষণ পরে পরিবারের লোকজন তাকে পানিতে পড়ে থাকতে দেখে।
পরে তারা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল হক জানান, আরজিনা খাতুন কিছুদিন আগে ব্রেইন স্ট্রোক করেছিলেন। তারপর থেকে এই অসুস্থতায় ভুগছিলেন।
ধারণা করা হচ্ছে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে তিনি পিছলে পড়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট