01Shipপূর্ব আফ্রিকার দেশ জিবুতির একটি বন্দরে ভিড়েছে ইরানের ২৯তম নৌবহর। লোহিত সাগর, এডেন উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে মিশন শেষ করার পর এই বহর জিবুতিতে পৌঁছাল।
হেলিকপ্টারবাহী রণতরী ‘খার্গ’ ও ডেস্ট্রয়ার ‘সাবালান’সহ বেশ কয়েকটি যুদ্ধজাহাজ নিয়ে গঠিত ইরানের ২৯তম নৌবহর সোমবার জিবুতিতে পৌঁছে। আটলান্টিক মহাসাগরের দিকে অগ্রসর হওয়ার পথে জিবুতির রাজধানী জিবুতি সিটিতে তিন দিন অবস্থান করবে ইরানের এ নৌবহর। ইরান সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সাগরে তার নৌ উপস্থিতি ক্রমেই জোরদার করছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য