দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় পরেশ রায় (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
আজ সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পরেশ রায় চিরিরবন্দর উপজেলার ফুলপুর গ্রামের ধীরেন রায়ের ছেলে ও চিরিরবন্দর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বিষয়টি দিনাজপুরনিউজকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টায় চিরিরবন্দর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে উচিতপুর নামকস্থানে বিপরীতমুখী ১টি এগ্রো কোম্পানীর ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট