পঞ্চগড়ের বোদায় গ্রামীণ নারীর ক্ষমতায়নে ভূমি ও কৃষির গুরুত্ব র্শীষক আলোচনা সভা ও র্যালী আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
সোসাইটি ফর ভিলেজ ডেভেলপমেন্ট এসভিডির উদ্যোগে এএলআরডি এর সহযোগিতায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. রবিউল আলম সাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মরিয়ন খান, বোদা পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলর মোছা. সেলিনা বেগম, দৃষ্টিদান সংস্থার পরিচালক মনোরঞ্জন সরকার, বোদা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উদয় কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন এসভিডির পরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন আর রশিদ। এ সময় সাংবাদিক, গ্রামীণ নারী সমাজের নেতৃবৃন্ধরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট