মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: বিএডিসিতে কর্মরত শ্রমিকদের নিয়মিতকরণে ও প্রস্তাবিত দৈনিক মজুরী বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিকী অনশন ও বিক্ষোভ মিছিল করছে বিএডিসি শ্রমিক ইউনিয়ন।
রবিবার দুপুর সংগঠনের উদ্দেগে ঠাকুরগাঁও বিএডিসি খামার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বিএডিসি’র সকল শাখার শ্রমিকরা তাদের কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বিএডিসির ভিত্তি বীজ খামার শ্রমিক ইউনিয়ন জেলা শাখার সভাপতি আসাদুজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,
বিএডিসি ভিত্তি বীজ প্রক্রিয়াজাতকরণ শ্রমিক ইউনিয়ন সভাপতি প্রবীণ চদ্র রায় ও সাধারণ সম্পাদক সাগর রানা।
বক্তাগণ বলেন, কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ম নীতিমালা ২০১৭ অনুযায়ী বাংলাদশ কৃষি উনয়ন কর্পোরেশন (বিএডিসি) এর খামার কর্মরত শ্রমিকদের দ্রুত নিয়মিত করা না হলে তারা সারাদেশে লাগাতার কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব।
সাম্প্রতিক কমেন্ট