প্রতারণার অভিযোগে একটি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে প্রথমবারের মত আদালতে হাজির করা হয়েছে।
সারা ও অন্য একজন সরকারি কর্মীর বিরুদ্ধে দিনের পর দিন রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করে প্রতারণার মাধ্যমে সরকারি তহবিল থেকে এক লাখ মার্কিন ডলার বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ইসরায়েলের আইন অনুযায়ী, সরকারিভাবে বাড়িতে রান্নার লোক নিয়োগ দেওয়া হলে রেস্তোরাঁ থেকে খাবার আনানো নিষেধ।
সারা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
রোববার সারাকে যখন আদালতে আনা হয় তখন চিন্তিত দেখাচ্ছিল তাকে। এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি তিনি।
এদিন জনাকীর্ণ আদালতকক্ষে নিজের আইনজীবীদের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন সারা।
স্ত্রীর বিরুদ্ধে এ অভিযোগকে ‘হাস্যকর’ এবং ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু; দুর্নীতির অভিযোগে যার বিরুদ্ধেও তদন্ত চলছে।
সাম্প্রতিক কমেন্ট