দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে এশিয়া মহাদেশের ২য় “বোনস লাইব্রেরীর” উদ্বোধন করলেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সারোয়ার জাহান, হাসপাতালের উপ-পরিচালক ডা: আমির আলী,
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা: কান্তা রায় রিমি,উপাধ্যক্ষ ডা: আব্দুস সালাম, দিনাজপুর বিএমএর সভাপতি ডা: ওয়ারেস আলী সরকার, সাধারন সম্পাদক বিকেবোস, আইসিইউ ইনচার্জ ডা: সুশেন চন্দ্র রায়সহ ডা: সিবেশ সরকার, ডা: বুলন্দ আখতার টগর, ডা: মো: জাকিউল, ডা: জাহানারা বেগম মুন্নি,
বিএমএর সাংগঠনিক সম্পাদক ডা: শরিফ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ডা: এঞ্জেল, ডা: শুভ, ডা:ইফাজ, প্রমুখ।
সাম্প্রতিক কমেন্ট