মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তে গুলিবিদ্ধ সাইদুল হক নামে এক বাংলাদেশীর মরদেহ উদ্ধার করেছে বিজিবি।
সাইদুল ওই উপজেলার হরিনমারী বাগানবাড়ী গ্রামের খতিব উদ্দিনের ছেলে। গুলিতে আহত হয়েছে মানারুল হক নামে আরো একজন। সে জুগিহার গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
শনিবার রাত পৌনে ১০টায় নিহত সাইদুল হকের মরদেহ রত্নাই সীমান্তের ৩৮২ নম্বর পিলারের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে উদ্ধার করা হয়।
ঠাকুরগাঁও-৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, কার গুলিতে মারা গেছে এটা নিশ্চিত নয়।
এ বিষয়ে রবিবার বিকেলে ভারতের সোনমতি ক্যাম্পের বিএসএফের সাথে পতাকা বৈঠক আহবান করা হয়েছে বলে জানান তিনি।
সাম্প্রতিক কমেন্ট