নীলফামারীর জলঢাকার পুলিশের খাতায় মাদক সম্রাজ্ঞী নামে পরিচিত বৌদিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক সম্রাজ্ঞীর পুরো নাম অঞ্জু রানী (৫৫)।
আজ বুধবার দুপুরে পৌরশহরের বাসষ্ট্যান্ড তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে সোয়া ১ কেজি গাজা উদ্ধার করা হয়। মাদক রাখার অভিযোগে বৌদির ছেলে সাগর চৌধুরী (৩৫) কে এ সময় গ্রেফতার করে পুলিশ।
জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, দীর্ঘদিন থেকে এই মাদক সম্রাজ্ঞীকে গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে মামলা নং-২২।
সাম্প্রতিক কমেন্ট