মাদাগাস্কারে দায়িত্বরত এক মার্কিন কূটনীতিককে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
লাশ পাওয়ার পর এক সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে মন্ত্রণালয়টি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নওয়ার্ট জানিয়েছেন, শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওই কর্মকর্তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ওই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে কি না বা তাকে কী অবস্থায় পাওয়া গেছে সে বিষয়ে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
বলেছেন, “একটি যৌথ তদন্তে মালাগাসি কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছে কূটনীতিক নিরাপত্তা দল। এক সন্দেহভাজন এখন হেফাজতে আছে।”
মৃত কূটনীতিকের পরিবারের সম্মান বিবেচনায় ও তদন্ত চলমান থাকায় ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেননি তিনি।
সাম্প্রতিক কমেন্ট