Hili Map 2হিলি(দিনাজপুর) সংবাদাতাঃ দিনাজপুররের হাকিমপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ভাবে উৎযাপনের লক্ষে শনিবার থানায় এক প্রস্তুতি মূলত সভা অনুষ্ঠিত হয়।

থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন হাকিমপুর থানার ওসি (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, এস আই রাকিব হোসেন, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভপতি গনেশ চন্দ্র শাহা, সাধারন সম্পাদক জনার্দ্দন চন্দ্র রায়,চন্ডিপুর সার্বজনীন দূর্গোৎসব উৎযাপন কমিটির সভাপতি অলক কুমার বসাক মিন্টু, কাঁকড়াপালী দূর্গোৎসব কমিটির সভাপতি নকুল চন্দ্র মন্ডল, জাংঙ্গই দূর্গোৎসব কমিটির সভাপতি নরেশ চন্দ্র কর্মকার প্রমুখ।

এবারে দূর্গোৎসব আগামী ১৫ অক্টোবর মহাষষ্টির মধ্যে দিয়ে শুরু হয়ে ১৯ অক্টোবর শেষ হবে। এবং গত বছর ১৯টি মন্ডবে দূর্গোৎসব উৎযাপন হলেও এবছর ২০টি মন্ডবে এর প্রস্তুতি চলছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য