সিরাজুল ইসলাম বিজয়, তারাগঞ্জ (রংপুর) থেকেঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাল্য বিবাহ কিশোরীদের কৈশোর কল্যান স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এইএসএআইডি’র আর্থিক সহযোগিতায় প্লান ইন্টান্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ইকো-সোস্যাল ডেভেেলাপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে এটুএইচ প্রকল্পের আওতায় দিনব্যাপি সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার রংপুর ব্র্যাক ট্রেনিং সেন্টারে ওই সময় উন্নয়ন কল্পে চিত্র সমূহ তুলে ধরেন ইউএসএআইডি প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এটুএইচ প্রকল্পের প্রজেক্ট ডিরেক্ট রেহান উদ্দিন আহম্মদ রাজু।
বক্তারা দিন ব্যাপি এতে বাল্য বিবাহ কিশোরীদের কৈশোর কল্যাণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কক্ষ চালু ,অভিভাবক, ইমাম, শিক্ষক ও সুধী সমাজের মাঝে কৈশোরের স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত লক্ষ্যে সভা সহ বিভিন্ন ওরিয়েন্টেশন এ সম্পর্কে তুলে ধরেন।
সপ্তাহ ব্যাপি এ আয়োজনের মধ্যে তারাগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিক বিপ্লব হোসেন অপু,সিরাজুল ইসলাম বিজয়, সুমন আহম্মেদ,মাজেদুল ইসলাম বকুল,তারাজুল ইসলাম ,আমজাদ হোসাইন, সাইফুল ইস্যলাম সুমন অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্পেশালিস্ট মিজানুর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর হরিপদ রায়, এটুএইচ প্রকল্প ইএসডিও প্রজেক্ট ম্যানেজার মারুফ আহম্মদ,তারাগঞ্জ টেকনিক্যাল কো-অর্ডিনেটর আহসানুল কবির বুলু প্রমুখ।
সাম্প্রতিক কমেন্ট