আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ৩’শ ৫০ বোতল ফেন্সিডিলসহ মেহেদী হাসান (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রেজিনুর রহমানের নির্দেশে থানা অফিসার ইনচার্জ (চার্জ) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে এসআই তয়ন কুমার, এসআই সঞ্জয় কুমার, এসআই মিজান, এএস আই এনামুল, এএস আই জাকিরুল সঙ্গীয় ফোর্স সোমবার গভীর রাতে উপজেলার সড়কের ঢোলভাঙ্গা নামক স্থানে অভিযান চালিয়ে চাল ও গুড়ার বস্তার মধ্যে অভিনব কায়দায় রাখা ৩’শ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মেহেদী হাসান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগিচাপাড়া গ্রামের জসিবর রহমানের ছেলে ।
থানা অফিসার ইনচার্জ (চার্জ) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট