দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে র্যাবের অভিযানে ২৩১ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
র্যাব ১৩ এর দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোঃ আহসান হাবীব জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার থেকে ২৩১ পিস ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ নুর ইসলামকে র্যাবের আভিযানিক দল আটক করে। নুর ইসলাম নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার চররশিদ গ্রামের মোঃ জেবল হকের ছেলে।
বৃহস্পতিবার সকালে নুর ইসলামকে নবাবগঞ্জ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।