আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে রেলওয়ের পাওয়ার হাউসে করতে গিয়ে মকবুল হোসেন(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে এ দুর্ঘটনা ঘটে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোস্তাফিজুর রহমান জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের পাওয়ার হাউসে কাজ করতে ছিলেন মকবুল হোসেন।
এ সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। এ সময় তার সহকর্মীরা মকবুল হোসেনকে উদ্ধার করে রেলওয়ে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাম্প্রতিক কমেন্ট