দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে মাদক বিরোধী অভিযানে ৩২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৩২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এদের বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়।
অভিযানকালে পুলিশ ১২৫ লিটার চোলাই মদ, ২৩বোতল ফেন্সিডিল, ১৩৩ লিটার তরল ফেন্সিডিল, ২৫০ গ্রাম গাজা, ৪৫ পিস ইয়াবা, ৩২ পিস নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে ৩২জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট