দিনাজপুর সংবাদাতাঃ ৫ দিন চালু থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি আজ বন্ধ হয়ে গেছে।
পর্যাপ্ত কয়লার অভাবে আজ মঙ্গলবার বিকেল ৩টা ৫ মিনিটে এ বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।
ঈদ উংসবকে সামনে রেখে রংপুর-দিনাজপুর অঞ্চলের ৮ জেলার লো ভোল্টেজ সমস্যা এড়াতে বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটটি চালু করা হয়।
আগামী ১৫ সেপ্টেম্বর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু হলে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় চালু হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।
বড়পুকুরিয়া কয়লাখনি সুত্রে জানান হয়, খনির ১৩১৪ নম্বর ফেইজে উৎপাদন যন্ত্রপাতি স্থাপন কাজ চলছে। যন্ত্রপাতি স্থাপন কাজ শেষ করতে আগামী ১৫ সেপ্টেম্বর কয়লা উত্তোলন শুরু হবে।
সাম্প্রতিক কমেন্ট