ঠাকুরগাঁও সদর উপজেলার নদীতে গোসল করতে নেমে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর গ্রামের ভুল্লী বাঁধ নামক এলাকায় ভুল্লী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ঠাকুরগাঁও সদর থানার এসআই রবিউল ইসলাম জানান।
নিহত নওশাদ আলী (২০) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের ছাত্র। ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকার নবাব আলীর ছেলে তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই রবিউল বলেন, দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নওশাদ। গোসল করার এক পর্যায়ে পানিতে তলিয়ে যান তিনি।
“সঙ্গে থাকা বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে স্থানীয় জেলেদের নিয়ে প্রায় তিন ঘণ্টা তল্লাশি চালিয়ে তার লাশ পায়।”
সাম্প্রতিক কমেন্ট