কুড়িগ্রামে জাতীয় শোক দিবস উপলক্ষে কিরাত, হামদ-নাত, রচনা, চিত্রাঙ্কন ও ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসন ইনফরমেশন সেন্টার স্বপ্ন কুঁড়িতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ে নব নির্মিত ইনফরমেশন সেন্টার ‘স্বপ্নকুঁড়ি’র উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
পরে ইসলামিক ফাউন্ডেশন ও জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত অর্ধদিন ব্যাপী অনুষ্ঠান শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু প্রমুখ।
সাম্প্রতিক কমেন্ট