দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর বিরল উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে অভিনব কায়দায় হেরোইন পরিবহনের সময় ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শহিদুল্লাহ ভুইয়া জানান, আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলার সীমান্তবর্তী ধর্মজৈন বিওপি ক্যাম্পের এলাকায় বিজিবির টহলদল মাদক পাচারকারীদের ধরতে অবস্থান নেয়।
আজ সোমবার দুপুর ২টায় ৩ জন মাদক ব্যবসায়ী ভারত থেকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে তাদেরকে বিজিবি চ্যালেঞ্জ করলে চোরাচালানীরা ৩টি আটার প্যাকেট ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ৩টি আটার প্যাকেট থেকে পৃথক ৩টি প্যাকেটে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইন প্যাকেটগুলো দিনাজপুর মাদক নিয়ন্ত্রক কর্মকর্তার মাধ্যমে প্রাথমিকভাবে পরীক্ষা করে হেরোইন হিসেবে শনাক্ত করা হয়েছে। এই ঘটনায় বিরল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।
হেরোইনের নমুনা নিরীক্ষার জন্য ঢাকা মহাখালী ল্যাবে প্রেরণ করা হবে বলে বিজিবির সূত্রটি নিশ্চিত করেছে। উদ্ধারকৃত হেরোইনের মূল্য ১০ লক্ষ টাকা।
সাম্প্রতিক কমেন্ট