আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: শিশুকে ধর্ষনের দায়ে লালমনিরহাটে জাহেদুল ইসলাম(২৭) নামে এক ধর্ষককে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার(২৪ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাটের জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ আদেশ দেন।
সাজাপ্রাপ্ত জাহেদুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কাউয়ামারী এলাকার নুরল হকের ছেলে।
মামলার সূত্রে জানা গেছে, গত ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তার প্রতিবেশী এক মেয়েকে(১৩) জোরপুর্বক করে ধর্ষন করে জাহেদুল ইসলাম। এ ঘটনায় ধর্ষতার বাবা বাদি হয়ে জাহেদুলের বিরুদ্ধে পাটগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এ মামলায় দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার (২৪জুলাই) দুপুরে আসামীর উপস্থিতিতে আদালত ধর্ষক জাহেদুলকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরো ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
লালমনিরহাট জজ আদালতের সরকারী কৌসুলী (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাদি এ মামলায় ন্যায় বিচার পেয়েছেন।
সাম্প্রতিক কমেন্ট