কুড়িগ্রামে সংরক্ষিত নারী আসন নির্বাচনের বিধান না রেখে আরো ২৫ বছর বহাল রাখার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা এই মানববন্ধন আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি নন্দিতা চক্রবর্তী, সহ- সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারন সম্পাদক প্রতিমা চৌধুরী, আন্দোলন সম্পাদক কাওছার পারভীন তুহিন প্রমুখ।
বক্তারা জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানান।
সাম্প্রতিক কমেন্ট