chirirbandar photoচিরিরবন্দর (দিনাজপুর)প্রতিনিধিঃ বিলুপ্ত আউশ চাষে কৃষকদের আকৃষ্ট করতে চিরিরবন্দরে ৩০ জন কৃষককে আউশ প্রনোদনা হিসাবে উপকরণসহ বীজ বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সম্মেলন কক্ষে ১০ জন কৃষককে ১০ কেজি করে নেরিকা জাতের বীজ ও ২০ জন কৃষককে ৫ কেজি করে উফসী জাতের বীজ, সার, সেচ ও নিড়ানী বাবদ ৬শ টাকা করে বিতরণ করা হয়। এ সময় উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা বিপ¬ব কুমার মোহন্ত ও প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক হোসেন উপস্থিত ছিলেন। ছবি মো. মিজানুর রহমান (মিজান)

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য