আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাচার লাঠির আঘাতে হুমায়ন কবির সুমন (১৮) নামে এক জনের মৃত্যু হয়েছে।
বুধবার দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় সুমন। সে উপজেলার দঃ গড্ডিমারী গ্রামের খবির উদ্দিন মন্টুর পূত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার (০৪ জুলাই) সকালে চাচার সাথে জমির পানি বের করা নিয়ে বাকবিতন্ডার সৃষ্টি হয় সুমনের। এরই এক পর্যায়ে তার চাচা ছবিবর রহমান লাঠি দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় হুমায়ন কবির সুমন।
পরে তাকে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। রাতে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সাম্প্রতিক কমেন্ট