মো: জাকির হোসেন, সৈয়দপুর থেকেঃ নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে ষ্টেশন থেকে ২৮ জুন বুধবার বিকালে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে সৈয়দপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর নাম মো: রাসেল ওরফে ডাব্লু (২৬)। সে শহরের বাঁশবাড়ী সাদরা লেন এলাকার মো: শামিম হোসেনের ছেলে।
জানা যায়, মো: রাসেল চিলাহাটি থেকে রাজশাহীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস টেনে রাজশাহীতে যাওয়ার জন্য সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আসলে গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার এএসআই আজাহার আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
একটি মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে আসামী রাসেল পলাতক ছিল।
এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশার সাথে মুঠোফোনে কথা হলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণ করা হবে।
সাম্প্রতিক কমেন্ট