চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে লাম-আলিফ (৪) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। ২৭ জুন বুধবার বেলা ২টায় ফতেজংপুর ইউনিয়নের বড় হাসিমপুর গ্রামে ধনীজপাড়ায় এ দূঘর্টনা ঘটে।
শিশুটির নানা সামসুল হক সুদির ও স্থানীয়রা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে সে মারা যায়।
মৃত লাম-আলিফ চিরিরবন্দর উপজেলার বড়হাসিমপুর গ্রামের রজব মাষ্টার পাড়ার শরিফুল ইসলামের ছেলে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, বিষয়টি তিনি অগগত নন।
সাম্প্রতিক কমেন্ট