আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার পলাশবাড়ীতে এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় ইমেজ প্লাস সিভিল সোসাইটি ফোরামের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদরের পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের হলরুমে সভা প্রধান মাহমুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সিভিল সোসাইটি ফোরামের আহবায়ক সাংবাদিক আবুল কালাম আজাদ, থানা জামে মসজিদের পেশ ইমাম মোস্তাফিজার রহমান রাজা, ফকিরহাট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাদেমুল ইসলাম, ইমেজ প্লাস সিভিল সোসাইটি ফোরাম প্রকল্পের জেলা সমন্বয়কারী মোদাচ্ছির রহমান মিলু, ওয়াশ-ইন স্কুল এন্ড প্রজেক্ট উপজেলা কো-অর্ডিনেটর রেজাউল করিম, ফিল্ড ফ্যাসিলেটর মমিনুর রহমান ও চেঞ্জমেকার মাহবুবুর রহমান প্রমুখ।
এসময় ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্প কাজের বিভিন্ন দিক নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সাম্প্রতিক কমেন্ট