কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে নিহত গৃহবধুর পরিবারকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিহতের স্বামী সেলিম উদ্দিন কাউয়ার হাতে চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (সদ্য বিদায়ী) মর্তূজা আল মুইদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার প্রমূখ।
উল্লেখ্য, ৭ জুন সকাল ৯ টার দিকে বজরা ইউনিয়নের তিস্তা নদী বিচ্ছিন্ন চর সাতালস্কর গ্রামের ছালেহা বেগম (৫০) ঝড়-বৃষ্টির সময় উঠোন থেকে গরু আনতে গেলে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাম্প্রতিক কমেন্ট