দিনাজপুর সংবাদাতাঃ মাদক বিরোধী অভিযানে দিনাজপুরে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৭০০ বোতল ফেন্সিডিল।
দিনাজপুর জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ ২৪ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ জনের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের করা হয়। অভিযানকালে পুলিশ ৭০০ বোতল ফেন্সিডিল, ২২১ পিস ইয়াবা, ২০৯ লিটার চোলাই মদ ও ১৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে আটক ২৪ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাম্প্রতিক কমেন্ট