দিনাজপুর সংবাদাতাঃ ১ লাখ টাকার বাংলাদেশী জাল নোটসহ ডিবি পুলিশ ১ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৮টি ককটেল ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
দিনাজপুর ডিবি পুলিশের স্পেশাল টিমের পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, রোববার রাতে সদর উপজেলার খানপুর ভিতরপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ টাকার বাংলাদেশী জাল নোট, ৮টি ককটেল ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
৮ জন সেখানে জমায়েত হয়ে ভাগবাটোয়ারা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৭ জন পালিয়ে গেলেও ধরা পড়ে সুমন বাবু। খানপুরের সাইদুলের ছেলে সুমন বাবুসহ ৮ জনের বিরুদ্ধে ডিবি বাদী হয়ে কোতয়ালী থানায় ২টি পৃথক মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সবুর জানান, সোমবার দুপুরে আটক সুমন বাবুকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার বিচারক রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
সাম্প্রতিক কমেন্ট