দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর জেলা প্রশাসন কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) এর গোপনীয় সহকারী আমিনুর রহমানকে আইনজীবী মাহফুজুর রহমান খানসহ কয়েকজন আইনজীবী কর্তৃক মারধরের ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের আহুত অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রয়েছে।
আইনজীবীদের সুনাম নষ্টকারী সন্ত্রাসীদের বিচারের দাবীতে ২৮ মে সোমবার সকাল ৯টা পদে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটকে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এ সময় সকল ফটকে তালাসহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল কক্ষ ফাকা পড়ে থাকতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কালেক্টরেট ৩য় শ্রেণি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক এনায়েত কাদের, ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী পরিষদ জেলা কমিটির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, কালেক্টরেট ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী পরিষদের সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক মোজাহারুল ইসলাম প্রমুখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলার সকল সরকারি কর্মচারীগণ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, কোনধরণের সুরাহা না হওয়া পর্যন্ত কর্মবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। রবিবার হতে আরও কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে কর্মচারী নেতারা বক্তব্যে জানান।
সাম্প্রতিক কমেন্ট