গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্দেহভাজন ৩ সদস্যকে আটক করেছে সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ ডিগ্রী কলেজ গেট সংলগ্ন শামীম ডিজিটাল স্টুডিও এন্ড ফটোগ্রাফী কেন্দ্রে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাস চক্রের সন্দেহভাজন ৩ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক শামীম ডিজিটাল স্টুডিও এন্ড ফটোগ্রাফী ঘরটি সিলগালা করেন।
আটককৃতরা হলেন শামীম কম্পিউটারের প্রোপাইটার ও নিজাম খাঁ গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে স্বাধীন মিয়া, সুন্দরগঞ্জ পৌর সভার ৬ নং ওয়ার্ডের কৃষকলীগের সভাপতি মুকল মিয়া ও পীরগঞ্জ উপজেলার আব্দুল মোতালেব মিয়ার পুত্র আব্দুস সবুর মিয়া।
উল্লেখ্য, শনিবার ২৭ মে গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ছিল। সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক জানান, তারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা সাজাতে ছিল। এ নিয়ে থানা অফিসার ইনচার্জ আব্দুস সোবহান আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সাম্প্রতিক কমেন্ট