সংগীতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছেন লোকধারার গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর একমাত্র কন্যা এলমা সিদ্দিকী। বাংলাঢোলের ব্যানারে ডিজিটাল আকারে প্রকাশ হয়েছে তার প্রথম একক অ্যালবাম।
অ্যালবামের নাম ‘ভালোবাসার পরে’। এলমার গাওয়া ‘বারুদমাখা ঘরে’ গানটির সুর করেছেন কুমার বিশ্বজিৎ, সংগীতায়োজন করেছেন কিশোর। অন্যদিকে ‘আমি কি আর’ গানটির সুর-সংগীতায়োজন করেছেন যথাক্রমে প্লাবণ কোরেশী ও জাহিদ বাশার পঙ্কজ।
অভিষেক অ্যালবাম নিয়ে এলমা জানান, বিচ্ছিন্নভাবে মঞ্চ ও টেলিভিশনে গাইছেন তিনি। বিটিভির ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা গেছে তার পরিবেশনা। লন্ডন থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এলমা দেশে ফিরেছেন গান করবেন বলে।
বাবার সান্নিধ্যে থেকে গানের প্রতি আগ্রহী হয়ে উঠেছিলেন। খুব সহজে তার গাওয়া গানগুলো কণ্ঠে তুলতে পারতেন এলমা। বারী সিদ্দিকীর মতো লোকধারার তো করবেনই, অন্য গানেও আগ্রহ রয়েছে এলমার।
তরুণ প্রজন্মের এই গায়িকা আরও জানান, ঈদুল ফিতর উপলক্ষে বের হবে ‘বারুদমাখা ঘর’ ও ‘আমি কি আর’-এর ভিডিওচিত্র।
সাম্প্রতিক কমেন্ট