আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল থেকেঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ৬ই মে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করেন ঠাকুরগাও-৩ সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী।
উপজেলার দোশিয়া গ্রামে ক্ষতিগ্রস্থ ১৪ পরিবারের প্রত্যেককে এক বান্ডিল টিন ও অর্থ বিতরণ করা হয়।
এছাড়াও টংকনাথ রাজবাড়ির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করা হয়। স্থাণীয় সাংসদের ঐকান্তিক প্রচেষ্টায় যত দ্রুত সম্ভব ভিত্তিতে এই অনুদানের ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসকের জিআর প্রকল্পের আওতায় এই অনুদান বিতরণ করা হয়েছে।
বাকি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অনুদান দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ সময় উপজেলা পিআইও অফিস সহকারি নরেশ চন্দ্র বর্ম্মন, মিডিয়া কর্মী সেতাউর রহমান, বিজয় রায় ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট