দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে ২ হাজার পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছে ১ মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার দুপুরে দিনাজপুরের র্যাব ১৩ এর আভিযানিক দল পার্বতীপুর উপজেলার গুলপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শফিকুল ইসলামকে আটক করে।
এসময় র্যাব ১টি মোটরসাইকেল ও মাদক বিক্রির ৬ হাজার ২শ টাকা জব্দ করেন। মাদক ব্যবসায়ী শফিকুল বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকার আব্দুল গনি মিয়ার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা র্যাবের কাছে স্বীকার করেন। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সাম্প্রতিক কমেন্ট