Balu Chorসৈয়দ শিমুল, নিজস্ব প্রতিনিধিঃ বিরামপুর উপজেলায় উল্লেখযোগ্য নদী  ছোট যমুনা। বিরামপুর উপজেলা টি যমুনা নদীর তীরে অবস্থিত। ছোট যমুনা নদীটির উৎপত্তি ফুলবাড়ী, নবাবগঞ্জ এবং ঘোড়াঘাট উপর দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর শাখা নদী বিরামপুরের শাখা যমুনা নদী।

বিরামপুরের মধ্য দিয়ে প্রবাহিত শাখা যমুনা নদীর নাব্যতার অভাবে বিস্তীর্ণ এলাকা বালুচরে পরিণত হয়েছে। দিনাজপুর হিমালয়ের পাদদেশ হওয়ায় এ জেলার মধ্যে দিয়ে বহু নদী প্রবাহিত হয়েছে। ১০/১২ বছর আগেও শাখা যমুনা নদী ছিল খরস্রোতা। বর্তমানে বন্ধ রয়েছে নদীর পানি প্রবাহ। এর প্রধান কারণ হিসেবে ভারতের স্লুইচ গেটগুলো দায়ী।

নদীতে বিশাল চর পড়ায় একশ্রেণীর মানুষ নদীর পাড় দখল করে বিল্ডিং নির্মাণ, অবাধে বালু উত্তোলন করায় একদিকে নদীর প্রসারতা কমে যাচ্ছে অপরদিকে বালু মহাল ইজারা না দেয়ায় সরকার রাজস্ব হারাচ্ছে। নদীর প্রসারতা কমে যাওয়ার কারণে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই নদীর দু’কুলের আবাদী জমিগুলো প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়ে যায় এবং বর্ষা শেষ হতে না হতেই নদী মরা নদীতে পরিণত হয়।

নদীতে পানি না থাকায় আশপাশের জমির আবাদ নষ্ট হয়ে যায়। দিনাজপুর জেলার নদীগুলোর উৎসস্থল হিমালয় পর্বত। নদীগুলোর নাব্যতা হারানোর অন্যতম কারণ হিসেবে ভারত বিভিন্নভাবে নদী শাসন করায় বাংলাদেশের অংশের নদীগুলোর পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিজ্ঞ মহল মত ব্যক্ত করেছেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য