মোঃ ইউসুফ আলী, আটোয়ারী থেকে: “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে ব্যানার সহ একটি বর্ণাঢ্য র্যালি স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্বারোপ করে আলোচনা সভার মাধ্যমে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা।
প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মোঃ মাজেদুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর বক্ত,স্বাস্থ্য পরিদর্শক মোশারফ হোসেন, উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক জাহেরুল ইসলাম প্রমুখ।
সুত্র জানায় ২৩ এপ্রিল হতে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসুচি অব্যাহত থাকবে।
সাম্প্রতিক কমেন্ট