আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপরীগঞ্জ এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্ল¬াসী চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্ল¬াসী চালিয়ে গাঁজাসহ ওই দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়।
আটককৃতরা হলো- টাঙ্গাইল জেলার সদর উপজেলার আলোক দিয়াচর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪৮) ও সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার বারবান্দা গ্রামের গোলাপ হোসেনের স্ত্রী রোকেয়া বেগম (৪০)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান, এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট