দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামনে কোটা পদ্ধতি সংস্কারের দাবি, শিক্ষার্থীদের উপর হামলা ও মন্ত্রীদের কোটা বিরোধী বক্তব্যের প্রতিবাদে আবারো শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টায় থেকে দিনাজপুর শহরের অদূরে বাশেরহাটস্থ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থী বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় ও রংপুর মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করে। এ সময় দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় ও রংপুরসহ অন্যান্য জেলার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বুধবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
তবে গত মঙ্গলবার কোন হাবিপ্রবির শিক্ষার্থীরা দিনাজপুরে কোন কর্মসূচী পালন করেনি।
সাম্প্রতিক কমেন্ট