সিপিসি-১, র্যাব ১৩, দিনাজপুর কর্তৃক হেরোইনসহ ১ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
দিনাজপুরে র্যাব-১৩ এর একটি দল গতকাল ২৩ মার্চ দুপুরে দিনাজপুর জেলার বিরল থানার বিরল বাজারস্থ ইব্রাহীম এন্ড সন্স মেডিকেল স্টোর সংলগ্ন পাকা রাস্তার পার্শ্বে অভিযান পরিচালনা করে হেরোইনসহ মাদক ব্যবসায়ী মনি রানী বাসফোর (৪২), স্বামী- সাবু বাসফোর, সাং- বিরল বাজার, থানা- বিরল, জেলা- দিনাজপুরকে আটক করে।
সামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট