ডিজিটাল বাজার ব্যবস্থার অধিকতর সচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করণ প্রতিপাদ্য নিয়ে রংপুর মহানগরীতে পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালী নগর প্রদক্ষিন শেষে বিভাগীয় কমিশনার কার্যলয়ের মিলনায়তনে এক সেমিনারে মিলিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ এসময় বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল ও জাকির হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ পরিচালক উপ সচিব খন্দকার নুরুল আমিন, রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামাল, রংপুরের জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহাম্মেদ সহ সরকারী কর্মকর্তা ও ক্যাব এর নেতৃবৃন্দ।
বাংলাদেশ সহ বিশ্বের ১২০ টি দেশের ২৪০ টির বেশি সংস্থা দিবসটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালন করছে।
সাম্প্রতিক কমেন্ট