দিনাজপুর সংবাদাতাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐহিতহাসিক ৭ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনিভিত্তিক পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ বুধবার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুর জেলা শাখা আয়োজিত শিশু একাডেমী মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক পরিবেশন প্রতিযোগিতা বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক পুস্তক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ এবং শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক কমেন্ট