বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদাতাঃ আজ ২৪ ফেব্র“য়ারী শনিবার বিকালে দিনাজপুরের সেতাবগঞ্জে বে-সরকারী প্রতিষ্ঠান আশা সেতাবগঞ্জ-৩ ব্রাঞ্চ কার্যালয়ে ৬জন সদস্যের মাঝে চিকিৎসা সহায়তা প্রদান ও ২জন মৃত সদস্যর ঋণ বিমা দাবী পরিশোধ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার দিনাজপুর জেলা সিনিয়র ব্যবস্থাপক মোঃ একরামুল হক, বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম, আশা সেতাবগঞ্জ-৩ ব্রাঞ্চ এর ম্যানেজার মোঃ মামুনুর রশিদ, সিনিয়র সহকারী ম্যানেজার ওসমান গনিসহ আশার সকল কর্মকর্তা/কমীবৃন্দ।
যে সকল সদস্য চিকিৎসা সহায়তা পেয়েছেন তারা হলেন যথাক্রমে পূর্ণিমা, পূর্তিমা, বেহুলা, সোনাবালা, মিনারানী ও গোলাপী বেগম।
এছাড়াও মৃত সদস্য আঞ্জুয়ারা বেগম ও রাধিকা রানীর স্বামীর হাতে তাদের সৎকার করার জন্য আশার ঋণ নিরাপত্তা ও ঝুকি তহবিল হতে নগদ ৫ হাজার হিসেবে মোট ১০ হাজার টাকা প্রদানের পাশাপাশি মৃত সদস্যের বীমা ও সঞ্চয়ের টাকা ফেরত প্রদান করা হয়।
সাম্প্রতিক কমেন্ট