আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট থেকে: সড়ক দুর্ঘটনায় নিহত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মতি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বৈশাখী আক্তার মায়ার অকাল মৃত্যুতে শোক র্যালি বের করেছে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
সোমবার (১৯ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্কুল ক্যাম্পাস থেকে শুরু হয়ে র্যালিটি কাকিনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে স্কুল ক্যাম্পাসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাহির তাহু, সদস্য মো: ফারুক হোসেন, হাছান আলী, প্রধান শিক্ষক আসাদুজ্জামান আশাসহ সকল শিক্ষক বৃন্দ, কর্মচারী বৃন্দ ও শিক্ষার্থীরা।
র্যালি শেষে শিক্ষক-শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা সংশ্লিষ্ট ট্রাক চালক ও মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা।
শনিবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বৈশাখী আক্তার মায়া।
সাম্প্রতিক কমেন্ট