কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ- কাহারোলে গলায় ফাঁস লাগিয়ে আত্ম হত্যা করেছে এক কিশোর।
দিনাজপুরের কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব রায় (১৬)।
লাশের সুরতাল রিপোর্ট তৈরীকারী কাহারোল থানার এস.আই প্রদীপ কুমার রায় জানান, আনুমানিক ১০টার দিকে নিজ টিনের ঘরের সরের সাথে গলায় রশি পেচিয়ে আত্ম হত্যা করেন।
এব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তারিখঃ ১৬ ফ্রেব্রুয়ারী’১৮।
এদিকে বিপ্লব রায় কি কারণে আত্ম হত্যা করেছেন তার মুল রহস্য বা কারণ জানা যায়নি।
সাম্প্রতিক কমেন্ট