অনলাইনে এসেছে শিল্পী কুমার বিশ্বজিৎ এর নতুন গান ‘প্রশ্নই ওঠে না’।
শহীদুল্লাহ ফরায়েজির কথায় নিজের সুরে নতুন গান বাঁধলেন কুমার বিশ্বজিৎ। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এমোজ রেকর্ডস-এর ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটি।
গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ ও কিশোর।
এই গানে যন্ত্রসংগীতে অংশ নিয়েছেন কলকাতার রাজা চৌধুরি ও দেবাশিস। ভিডিও নির্মাণ করেছেন কুমার বিশ্বজিতের সন্তান কুমার নিবিড়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফ্লোরিডা, নিউ জার্সি, পেনসিলভেনিয়া ও বাংলাদেশ এর লোকেশান এ গানটি চিত্রায়িত হয়। এটি সম্পাদনা করেছেন এমদাদুল হক তুষার।
গান প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, “এটা অন্যরকম অভিজ্ঞতা, নিজের ছেলের নির্দেশনায় কাজ অন্যরকম অনুভূতি, সময় ও যত্ন নিয়ে করা হয়েছে । আশা করি সবার ভাল লাগবে।”
এ প্রসঙ্গে এমোজ রেকর্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন বাপ্পি বলেন, “দাদা’র সাথে কাজ করা অনেক সম্মানের । চেষ্টা করেছি ভাল কিছু করার । দর্শকশ্রোতা পছন্দ করলেই ভাল লাগবে।”
ইউটিউব ছাড়াও গানটি পাওয়া যাবে জিপি মিউজিক, ভাইভ, ইয়ন্ডার সহ অনন্যা মোবাইল প্ল্যাটফর্মে ।
সাম্প্রতিক কমেন্ট