ঘরেই তৈরি করুন লিপ বাম
এই শিতে আমাদের কম বেশি সবারই ঠোঁট ফেটে যায়। তখন খুব অস্বস্তি হয়। বাজারে ভালো মানের লিপ বাম কিনতে গেলে ৪০০-৫০০ টাকা লাগে। অথচ ঘরে থাকা কিছু উপাদান দিয়েই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি একদম বিদেশি নামি কম্পানির মানের লিপ বাম। এটা বানাতে যা যা লাগবেঃ
১। ভেসলিন ১ চা চামচ
২। এলোভেরা জেল ১/২ চা চামচ
৩। গ্লিসারিন ১/২ চা চামচ
৪। ২ টা ই-কেপ কেপসুল
৫। সামান্য লিপস্টিক (অপশনাল)
সাম্প্রতিক কমেন্ট