বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে দাখিল পরীক্ষা কেন্দ্রে অনিয়মের দায়ে ২ কক্ষ পরিদর্শক ও ২ পরক্ষিার্থীসহ ৪জনকে বহিস্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এই বহিস্কারাদেশ প্রদান করেন।
বিরল দারুস সুন্নাত আলিম মাদ্রাসা কেন্দ্রের সচিব অধ্যক্ষ জাকিরুল ইসলাম জানান, গতকাল শনিবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালে কামদেবপুর দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সাবিনা খাতুন, বিরল দারুস সুন্নাত আলিম মাদ্রাসার পরীক্ষার্থী ইমতিয়াজ আলী, একই মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক ও কক্ষ পরিদর্শক শাহজাহান আলী ও বুনিয়াদপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক এবং কক্ষ পরিদর্শক হোসেন আলীকে অনিয়মের দায়ে উপজেলা নির্বাহী অফিসার এ,বি,এম, রওশন কবীর বহিস্কারাদেশ প্রদান করেন।
এ ব্যাপারে কেন্দ্রের সচিব মাদ্রাসা শিক্ষা বোর্ডকে অবগত করেছেন বলে জানান।
সাম্প্রতিক কমেন্ট